
প্রকাশিত: Wed, Feb 14, 2024 12:12 PM আপডেট: Wed, Apr 30, 2025 12:56 AM
[১]বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক: ওবায়দুল কাদের
মাসুদ আলম: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি গুম ও খুন নিয়ে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার করছে। দেশ বাঁচাও আন্দোলনের নামে তারা দেশটাকে ধ্বংস করতে, মানুষকে মেরে ফেলতে চায়। সব হিসাব দিতে হবে। বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা গুম খুন হয়েছেন।
[৩] মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
[৪] তিনি আরও বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে, ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা আছেন তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। বিএনপির তালিকা দেয়া উচিত কে কে মারা গেছে। জেলে যারা মারা গেছে তাদের নিজেদের নেতাকর্মী দাবি করে বিএনপি।
[৫] ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্রসহ ৪৮ জনকে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এদের মধ্যে আমাদের শরিক দলগুলোও আসন পাবে। আর জাতীয় পার্টি দুটি আসন পাবে। বুধবার আওয়ামী লীগের বোর্ড মিটিং হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। তিনি প্রার্থীর তালিকা চূড়ান্ত করবেন।
[৬] মিয়ানমার ইস্যুতে তিনি আরও বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যথেষ্ট সতর্ক। অস্ত্র নিয়ে প্রবেশের কোনো ঘটনা থাকলে খতিয়ে দেখা হবে।
[৭] ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মঈন খান পিটার হাসের সঙ্গে দেখা করেছে, তাতে আমাদের কী? দেখা করতেই পারেন।
[৮] তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। পুরানো সেই সুরে, কে যেন আবার ডাকে। কিন্তু এত চক্রান্তের মধ্যেও এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সম্পাদনা: এম খান, সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
